বিজু উৎসব
পার্বত্য অঞ্চলে চাকমাগণ সংখ্যা গরিষ্ট আদিবাসী জনগোষ্টি। চাকমারা মঙ্গোলীয় নৃগোষ্ঠীভূক্ত। অন্যান্য আদিবাসীদের মত চাকমারাও ভূমি হতে ৪/৫ ফুট উচুতে মাচা তৈরী করে বসবাস করে থাকেন। চাকমারা নদীর পাড়ে অথবা পাহাড়ের উপরে খোলা-মেলা জায়গায় বসতি স্থাপন করে থাকে। চাকমারা আদি বৌদ্ধ ধর্মাবলম্বী জাতি। নব-বর্ষের ১ম দিনে চাকমারা বিঝু উৎসব পালন করে। এখানে চাকমা সম্প্রদায়ের বিঝু উৎসবের জল খেলার এ ছবিটি প্রকাশ করা হ’ল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস